আন্তর্জাতিক

গো-হত্যার অভিযোগে মধ্যপ্রদেশে একজনকে পিটিয়ে হত্যা

মধ্যপ্রদেশের সাতনা জেলায় গো-হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বুধবার রাতে একদল লোককে আটক করা হয়। ওই লোকদের হাতে লাঠি এবং পাথর দেখে গ্রামবাসী সন্দেহ করে যে তারা গো-হত্যা করেছে।

Advertisement

তাই গ্রামবাসী ওই লোকদের ওপর চড়াও হয়। তাদের মারধর করা হয়। ঘটনাস্থলেই রিয়াজ (৪৫) নামের একজনের মৃত্যু হয়। অপরদিকে, তার বন্ধু শাকিল (৩৩) গুরুতর আহত হয়েছে। তাদের মারধর করার পর লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মধ্যপ্রদেশে দু'দিনের সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার সফরকে কেন্দ্র করে ওই প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাতনা এলাকাতেও তার যাওয়ার কথা রয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজেস হিঙ্গানকার জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। একটি ষাঁড়ের মৃতদেহ এবং আরও দু'টি প্রাণীর মাংস রাখা দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

Advertisement

টিটিএন/আরআইপি