লাইফস্টাইল

দাঁতে ব্যথা সারাবে পেঁয়াজ

অনেকেই পেঁয়াজের সালাদ কিংবা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন। তবে সেটা পছন্দ করেন বলেই খান। কিন্তু কাঁচা পেঁয়াজের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। এক টুকরো কাঁচা পেঁয়াজ কয়েক মিনিট দাঁতের গোড়ায় রাখলে কী হয় চলুন জেনে নেই-

Advertisement

আরও পড়ুন: কেন খাবেন কাঁচা আম

ব্যথা মানেই কষ্টকর। আর দাঁতের ব্যথা ব্যথা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক তা শুধু ভুক্তভূগীরাই জানেন। নানারকম ওষুধ খেয়েও রেহাই মিলছে না ব্যথা থেকে, তা হলে একবার এই পেঁয়াজ-পদ্ধতির প্রয়োগ করুন। আর তারপর দেখুন ম্যাজিক!

মুখের ভিতরে যেখানে দাঁতে যেখানে যন্ত্রণা হচ্ছে বা মাড়ি ফুলে ব্যথা হয়ে আছে, সেখানে পেঁয়াজের টুকরোটি রেখে দিন। ১০ মিনিট এভাবেই রাখুন। বাজার চলতি ওষুধের থেকেও অনেক কম সময়ে ব্যথার উপশম করে দেবে। শরীরে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

Advertisement

আরও পড়ুন: দই চিড়ায় স্বাস্থ্যকর ইফতার

পেঁয়াজের এই জাদুকরী উপকারিতার কারণ কী? বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। মুখের ভিতরে পেঁয়াজের রস নিঃসৃত হয়ে ব্যথার জন্য দায়ী ব্যাকটিরিয়াকে মেরে ফেলে। আর তাই ব্যথা সেরে যায়।

এইচএন/জেআইএম

Advertisement