সাহিত্য

মেঘপুর

মেঘে তোমার বাড়ি হবে, ভাসবেকোটি কোটি জলসেনাদেরপ্রটোকলে থাকবেরংধনুর মুগ্ধ আলোয় সাদা ফুলে সাজবেনিরুদ্দেশে খামখেয়ালী পরাণভরে নাচবে।আকাশ যখন নীল হবে, হাসবেপ্রেমচোখে সুনীল আলো সারা গায়ে মাখবেকনে দেখা আলোয় তুমি রঙিন ছবি আঁকবেগাছ থেকে গাছে, সবুজ নিয়ে বাঁচবে।হঠাৎ করে বৃষ্টি হলেই, মাতবেসূর্য মামার স্নেহালোকেছায়ায় মায়ায় হাঁটবেক্লান্তি-ব্যাথা অলস হয়ে সজীবতা জাগবেআমার বুকে জলের বাসা,মেঘ থাকে ---থাকতে পারো,থাকবে?

Advertisement