রবিবারই বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার আগেই আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানালো বার্সেলোনা বোর্ড। ইনিয়েস্তাকে বিদায় জানানোর জন্য বার্সার পক্ষ থেকে শুক্রবার রাতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সম্মানিত করা হয় ইনিয়েস্তাকে।
Advertisement
১৬ বছরের বার্সেলোনা অধ্যায়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। সেগুলোকে সঙ্গে নিয়েই এদিন মঞ্চে হাজির হন ইনিয়েস্তা। ট্রফিগুলোর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন এই মিডফিল্ডার। তার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সাবেক সতীর্থ জাভি, সামুয়েল ইতো, দানি আলভেজ, রাদোমির আন্তিক, জোয়ান লাপোর্তা এবং এমিলিও বুরট্রাগুয়েনোর মত তারকারা।
বিদায়ী অনুষ্ঠানে সামুয়েল ইতো ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনিয়েস্তা ছাড়া জয় সম্ভব ছিল না বলেও মত প্রকাশ করেন। ইনিয়েস্তা ক্লাব ছাড়লেও তাকে আটকে রাখার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এখনো তার অনেক দেওয়ার বাকি আছে কিন্তু সে একদম নিজের সিদ্ধান্তে অটল।’ রবিবার রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচটিই হবে বার্সেলোনার জার্সি গায়ে ইনিয়েস্তার শেষ ম্যাচ।
আরআর/আরআইপি
Advertisement