বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে দুই আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরহ এবং পল রেইফেল বেলা ১২টা ১০ মিনিটে মাঠ পরিদর্শন করে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। বৃষ্টির কারনে মাঠে কোনো দলকে উপস্থিত হতে দেখা যায়নি। হোটেলেই অবস্থান করছেন দুদলের খেলোয়াড়রা। এছাড়া মাঠের সম্পূর্ণ উইকেট ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি বাধায় স্টেডিয়ামে কোনো দর্শকের উপস্থিতি ঘটেনি।এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ডেল স্টেইন এবং জেপি ডুমিনির বোলিং তোপে আট উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৫ রান করেন। উইকেট বিলানোর মিছিলে পড়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও রান বড় করতে পারেননি। আশা জাগিয়ে ফিরে গেছেন সবাই।মমিনুল হক ৪০, ইমরুল কায়েস ৩০, মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান ৩৫ রান করে করেন। নাসির হোসেন ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট নেন।# বৃষ্টিতে বিলম্ব দ্বিতীয় দিনের খেলা
Advertisement
আরটি/এএইচ/এমএস