জাতীয়

আকাশপথে রাজস্ব বাড়ছে : আমু

আকাশপথে যাত্রী সংখ্যা দিনদিন বাড়ার কারণে বিমান সংস্থাগুলো লাভবান হওয়ার পাশাপাশি সরকারও এ খাত থেকে প্রচুর রাজস্ব পাচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এয়ার এশিয়ার ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন।এয়ার এশিয়ার বাংলাদেশে দ্বিতীয় বারের মতো যাত্রা শুরু করাকে খুবই ইতিবাচক উল্লেখ করে বলেন তিনি বলেন, মালয়েশিয়া ভিত্তিক বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান এয়ার এশিয়া বারহাদ পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাজেটের এয়ারলাইন্স। মাত্র ১৩ বছরের মাথায় এই সংস্থাটি উন্নত সেবা নিশ্চিত করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আইরিন ওমর, মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন ওথমেন, এয়ার এশিয়ার জেনারের সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী সাদি আবদুল্লাহ উপস্থিত ছিলেন।বিশেষ অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমানে অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে কাজ করছেন। আরো কয়েক লাখ জনশক্তি মালয়েশিয়াতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় এয়ার এশিয়ার ফ্লাইটে বাংলাভাষী কেবিন ক্রু নিয়োগ দেয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর বলেন, এখন থেকে বাংলাদেশি যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই কুয়ালালামপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। বিশ্বের ১২৯টি গন্তব্যে এয়ার এশিয়ার উড্ডয়নের বিষয়টি উল্লেখ করে আইরিন ওমর বলেন, এসব গন্তব্যে যেতে বাংলাদেশিরা এখন থেকে এয়ার এশিয়ার সহযোগিতা পাবেন।হয়রানিমুক্ত ফ্লাইটের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, সাধারণত ট্রানজিটে একজন যাত্রীকে লাগেজ নিয়ে বেশ হয়রানিতে পড়তে হয়। ট্রানজিটের কারণে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষাও করতে হয়। আমরা এ সমস্যা নিশ্চিত সমাধান করবো।আরএম/এসকেডি/এমএস

Advertisement