বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে শত শত যাত্রী ও মালবাহী লঞ্চ।বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে জানান, দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখেছে। এর ফলে এই বন্দর থেকে ৬টি রুটে লঞ্চ ও মালবাহী ট্রলারসহ সব ধরনের নৌচলাচল বন্ধ থাকায় আশুগঞ্জ নৌবন্দরে শত শত মালবাহী জাহাজ আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
Advertisement