জাতীয়

হজযাত্রী পরিবহনে বিমানের প্রস্তুতি

ঘোষিত সিডিউল অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ১৫৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে ১৪৭টি জেদ্দা এবং ৮টি মদিনা থেকে পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

Advertisement

তিনি জানান, ‘এবার হজ অপারেশনকে স্বার্থক করতে নিরাপদ বুকিং পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। চলতি বছর বাংলাদেশ বিমানের প্রথম প্রি হজ ফ্লাইট ১৪ জুলাই (শনিবার) এবং সর্বশেষ প্রি হজ ফ্লাইট যাবে ১৫ আগস্ট (বুধবার)। এ ছাড়া হাজিদের নিয়ে প্রথম পোস্ট হজ ফ্লাইট ২৭ আগস্ট (সোমবার) বিমানের প্রথম এবং সর্বশেষ পোস্ট হজ ফ্লাইট ২৫ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’

জানা গেছে, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬৩ হাজার ৫ শ ৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। এ জন্য বিমানের নিজস্ব চারটি সুপরিসর বোয়িং-৭৭৭ এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর এয়ারক্রাফ্ট বহরে যোগ দিয়েছে। আরও দুটি যোগ দেয়ার অপেক্ষায়।

হজ ফ্লাইটকে নির্বিঘ্ন করতে এ বিশেষ আয়োজন সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ ইনামুল বারী জাগো নিউজকে বলেন, ‘আমরা এ বছর হজযাত্রীদের সর্বোচ্চ সেবাদানে অঙ্গীকারবদ্ধ। পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিমান বহরে বাড়তি এয়ারক্রাপ্ট লিজে আনা হয়েছে। আমাদের কাছে এখন সবচে বড় বিষয় সুষ্ঠু হজ সম্পাদন।'

Advertisement

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২৪৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৬ হাজার ৬০৬ জনের হজে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া সরকারি গাইড ও রাষ্ট্রীয় খরচে হজযাত্রী/মোনাজ্জেমদের জন্য ৪৫৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৯৪ জনের কোটা সংরক্ষিত রয়েছে।

আরএম/এমএমজেড/এমএস