খেলাধুলা

‘সুপার ঈগল’ নাইজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

১৯৯৪ সালের আসরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের বিশ্ব আসরে সুযোগ পায় আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়া। এরপর কেবলমাত্র ২০০৬ সালের আসরেই খেলার সুযোগ পায়নি তারা। আসন্ন রাশিয়া বিশ্বকাপে ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে নাইজেরিয়া।

Advertisement

সেলক্ষ্যে ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়ান ফুটবল দলের ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নাইজেরিয়ার কোচ গারনট রোর। অনেকটা অনুমেয় স্কোয়াডই ঘোষণা করেছেন নাইজেরিয়ান কোচ। দলের অধিনায়কত্বে রয়েছেন জন অবি মিকেল। ‘ডি’ গ্রুপে নাইজেরিয়ার তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া।

নাইজেরিয়ার ৩০ সদস্যের স্কোয়াড: গোলকিপার: ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি, দেলে আজিবো। ডিফেন্ডার: আব্দুল্লাহি শেহু, টাইরন ইবুই, অলাউলুয়া আইনা, এলডারসন ইচিজি, ব্রায়ান ইদু, চিদোজি ওয়াজিম, উইলিয়াম একন, লিওন বালোগান, কেনেথ অমেরো, স্টিফেন ইজি।মিডফিল্ডার: জন অবি মিকেল, ওগেনি ওনাজি, উইলফ্রেড দিদি, ওঘনেকার ইতেব, জন ওগু, উচে আগবো, জোয়েল অবি, মিকেল আগু।ফরোয়ার্ড: আহমেদ মুসা, কেলেচি হেনাচো, মোসেস সাইমন, ভিক্টর মোসেস, ওডিওন ঘালো, অ্যালেক্স অবি, জুনিয়র লোকোসা, সিমিওন ওয়াংকো। এসএএস/এমএস

Advertisement