খেলাধুলা

‘রোনালদোর রিয়াল ছাড়ার দরজা বন্ধ’

চারিদিকে গুঞ্জন, ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। তার চেয়েও বড় খবর, তাকে দলে নিতে পারে তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রোনালদো চাইলেই কি সেটা পারবেন? ম্যানইউ কোচ হোসে মরিনহো তো মনে করছেন, পর্তুগিজ যুবরাজের রিয়াল ছাড়ার দরজাটা পুরোপুরি বন্ধ।

Advertisement

রোনালদো চাইলেও রিয়াল তাকে বিক্রি করবে না, মনে করেন মরিনহো। ম্যানইউ কোচ তাই সব গুঞ্জনকে বাতাসেই ভাসিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করবে না। এটা সম্ভব নয়। কর্তৃপক্ষ যতদিন তাকে যেতে না দেবে, তার সেখানে থাকতেই হবে। সেটা সে এক বছর আমেরিকায় কিংবা অন্য কোথাও থাকতে পছন্দ করলেও নয়। এই দরজা বন্ধ।’

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন রোনালদো। এরপর থেকে আছেন রিয়ালে। প্রায় ৯টি বছর রিয়ালে কাটানো রোনালদোকে পাওয়ার সুযোগ পেয়ে গেলে সেটি অবশ্য হাতছাড়া করতে চান না মরিনহো।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ম্যানইউ কোচ বলেন, ‘আমার মনে হয় না, এটা হবে। তবে মানুষ ম্যানচেস্টারে তার (রোনালদোর) ইতিহাস জানে। তার জন্য এখানকার মানুষের একটা আলাদা টান আছে। আর বিশ্বের এমন কয়েকজন খেলোয়াড় আছে, তাদের চুক্তিবদ্ধ করার সুযোগ পেলে 'না' বলার উপায় নেই।’

Advertisement

এমএমআর/পিআর