খেলাধুলা

ওয়ানডের অধিনায়ক মাশরাফি, টেস্টে মুশফিক

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক পেতে যাচ্ছে। এবার সেটা বাস্তাব রুপ পেল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় ওয়ানডে ও টেস্টে আলাদা অধিনায়কের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে ওয়ানডের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে। আর তার সহকারী হিসেবে রাখা হয়েছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।এদিকে টেস্টে অধিনায়কের দায়িত্ব মুশফিকুর রহিমের হাতেই থাকছে। তার সহকারী হিসেবে আছেন তামিম ইকবাল। এমনটাই জানিয়েছেন বিসিবির ডিরেক্টর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের চৌধুরী।নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান বর্তমানে দক্ষিণ কোরিয়া রয়েছেন। সেখানে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষ্যে ইনচনে গিয়েছে বাংলাদেশ দল। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

Advertisement