অর্থনীতি

চীনের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি নামাবে বিএমডব্লিউ

কোনো চালক ছাড়া গাড়ি রাস্তায় একাই চলবে। চীনের রাস্তায় পরীক্ষামূলক স্বয়ংক্রিয় এমনই গাড়ি নামাতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি বিএমডব্লিউ। সম্প্রতি সাংহাই কর্তৃপক্ষ স্বচালিত গাড়ি পরীক্ষামূলকভাবে চালানোর জন্য বিএমডব্লিউকে লাইসেন্স দিয়েছে।

Advertisement

এর ফলে জার্মানির এ গাড়ি কোম্পানি হবে চীনের রাস্তায় স্বচালিত গাড়ি নামানো প্রথম বিদেশি কোনো কোম্পানি।

গত মার্চ মাস থেকে চীনের সাংহাই শহরটিতে স্বচালিত গাড়ি পরীক্ষামূলক চালুর লাইসেন্স দেয়া শুরু হয়। তখন স্থানীয় কোম্পানি সেইক ও নিও ছয় হাজার কিলোমিটার এলাকায় কোনো দুর্ঘটনা ছাড়াই স্বচালিত গাড়ি চালাতে সক্ষম হয়। তবে সাংহাইর ব্যস্ত রাস্তাগুলোতে এ গাড়ি চালানোর জন্য এখনও লাইসেন্স দেয়া হয়নি।

চীনের গণমাধ্যম সিনহুয়া জানায়, নির্দিষ্ট কিছু জায়গায় এ গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে।

Advertisement

চীনের স্থানীয় কোম্পানিগুলো স্বচালিত গাড়ি রাস্তায় সফলভাবে নামাতে পারায় এ বাজারটিও এখন সম্ভাবনাময় হয়ে উঠেছে। ভবিষ্যতের এ পরিবহন তৈরিতে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট জায়ান্ট আলিবাবা এবং প্রতিদ্বন্দ্বী বাইদু সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চীনের রাস্তায় দাপিয়ে বেড়াবে স্বচালিত গাড়ি।

এসআর/এমএস

Advertisement