রমজানে মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, রমজানের শিক্ষা বাংলাদেশের মানুষের জীবনে বয়ে আনুক শান্তি ও একটি সুষ্ঠু নির্বাচনের বার্তা।
Advertisement
রমজানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিবৃতিতে তিনি এসব কথা জানান।
বিবৃতিতে আরও জানানো হয়, রমজান শুরু না হতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
এফএইচএস/এমআরএম/পিআর
Advertisement