দেশজুড়ে

পঞ্চগড়ে খাদ্য বিভাগের বোরো চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ে খাদ্য বিভাগে চালকল মালিকদের কাছ থেকে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেসী।

Advertisement

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় প্রতি কেজি ৩৮ টাকা দরে মোট ১১ হাজার ৮১১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৭২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ নিয়ে জেলার ৪৩৪টি চাল কল মালিকের সঙ্গে ২০ মে পর্যন্ত চুক্তির সময়সীমা নির্ধারন করেছে খাদ্য বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সফিকুল আলম/আরএ/পিআর

Advertisement