জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সুদান মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ জন পুলিশ সদস্য বুধবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলটি।
Advertisement
বৃহস্পতিবার পুলিশ সদর দফতর জানায়, দলটিতে কমান্ডারের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিমান বন্দরে বিদায় জানান।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের অনন্য অবদান ইতোমধ্যে বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে।
জেইউ/এমআরএম/পিআর
Advertisement