হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৬টায় মালয়েশিয়া থেকে আগত বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি৮৭ ফ্লাইট থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টায় শাহজালাল বিমানবন্দরে ওই বিমানে তল্লাশি করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০এফ সিটের নিচ থেকে ১০ তোলা ওজনের মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য (আনুমানিক) প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জেইউ/আরএস/আরআইপি
Advertisement