ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাহাঙ্গীর ফরাজী। সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজীর অবর্তমানে দায়িত্ব হাতে পেলেন দলের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী। ১৩ মে রাতে দলের স্থানীয় অফিসে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের নিয়ে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
Advertisement
দলের দায়িত্ব পাওয়ার পর জাহাঙ্গীর ফরাজী বলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দল সুসংগঠিত ফলে আগামীতে আরও সুসংগঠিত হবে। আমাকে যেহেতু ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে চেষ্টা করব দলকে আরও শক্তিশালী করে ইতালির মাটিতে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির কাতানিয়া, মিলান, ভেনিসসহ বিভিন্ন অঞ্চলের নেতারা।
এ সময় ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, আমাদের বিপ্লবী সভাপতি ইদ্রিস ফরাজীর অবর্তমানে সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী শক্ত হাতে দল পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা করি ভারপ্রাপ্ত সভাপতির কাছে।
Advertisement
এমআরএম/এমএস