ক্যাম্পাস

কোটা সংস্কার : হত্যার হুমকির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের মঙ্গলবার রাতে হত্যার হুমকি ও হামলার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের ওপর হামলা ও হুমকির ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

হাফিজুর রহমান/এএম/এমএস

Advertisement