জাতিসংঘ (ইউএন) মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সায়মন মুনজু আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।আইভরিকোস্টে সফররত দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সায়মন মুনজু’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (অব.) এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল কার্লোস আইভরিকোস্টে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশের নাম উল্লেখ করে বলেন,বাংলাদেশি শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে তাদের দায়িত্ব সম্পন্ন করছেন। এসকেডি/এমআরআই
Advertisement