আন্তর্জাতিক

ট্রাক চালিয়ে ইউরোপের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন পুতিন (ভিডিও)

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া দ্বীপের সংযোগ স্থাপনে ইউরোপের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়া অংশে নিজে ট্রাক চালিয়ে দীর্ঘ এই সেতুর উদ্বোধন করেন তিনি।

Advertisement

সেতু উদ্বোধনের পর পুতিন বলেন, ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে রাশিয়ার প্রায় ১০ হাজার কর্মী কাজ করেছেন। এতে জড়িত ছিল ২২০টি কোম্পানি। প্রকৃতপক্ষে পুরো দেশ এতে কাজ করেছে।

তিনি বলেন, এর ফল হয়ে চমৎকার। এই সেতু ক্রিমিয়া এবং সেভাস্তপুলকে আরো শক্তিশালী করেছে। আমাদের সবাইকে আরো কাছে এনেছে।

আরও পড়ুন : গাজা হত্যাযজ্ঞের নিন্দায় পোপ, চাইলেন ন্যায়বিচার

Advertisement

ইউরোপের দীর্ঘতম এই সেতুর দুটি অংশ রয়েছে। যার প্রথম অংশের উদ্বোধন করা হয়েছে চলতি সপ্তাহে; এই অংশ দিয়ে যানবাহন চলাচল করবে। এছাড়া ট্রেন চলাচলের জন্য নির্মাণাধীন অন্য অংশের কাজ শেষ হবে অাগামী বছর।

Putin drives Kamaz truck across newly-opened Crimean bridge https://t.co/HanaI7RRn4 pic.twitter.com/O8MuN8QOji

— RT (@RT_com) May 15, 2018

সূত্র : আরটি।

এসআইএস/পিআর

Advertisement