মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১১ মে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে এই অভিনন্দন জানান শেখ হাসিনা।
Advertisement
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা মাহাথিরের সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন।
৯২ বছর বয়সী মাহাথির গত ৯ মে দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেন। এরপর ১০ মে বৃহস্পতিবার মালয়েশিয়ায় সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। ৬০ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা বারিসান ন্যাশনালের ভিত এবার নড়ে যায়। নাজিবের এই জোটের চেয়ে বেশি পার্লামেন্ট আসনে জেতে মাহাথিরের পাকাতান হারাপান।
Advertisement
আনুষ্ঠানিক ফলাফলে জানা গেছে, মাহাথিরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট পাকাতান হারাপান পার্লামেন্টের ১১৩টি আসনে জয়ী হয়েছে। পার্লামেন্টের মোট আসন ২২২টি। অন্যদিকে বারিসান ন্যাশনাল জিতেছে ৭৯টি আসনে।
মাহাথির মোহাম্মদও নিজেও এক সময় বারিসান ন্যাশনাল জোটের অংশ ছিলেন। তবে ১৫ বছর পর রাজনীতির মঞ্চে ফিরেই নিজের দল ও এক সময়ের শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে দাঁড়ান তিনি। মাহাথির বলেছিলেন, ‘যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার।’
বিরোধীদলীয় জোট পাকাতান হারাপান ২০১৮ সালের জানুয়ারি মাসে মাহাথিরকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তখন মাহাথির বলেছিলেন, নির্বাচিত হলে বেশি দিন ক্ষমতায় থাকবেন না তিনি। আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতায় এনেই বিদায় নেবেন।
এমবিআর/আরআইপি
Advertisement