বিনোদন

ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী অভিনেতা কিসলু

শিক্ষকতা ও অভিনয় নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন অভিনেতা জিয়াউল হাসান কিসলু। বিকাশের বিজ্ঞাপনের সুবাদে অনেকে এখন বিকাশ ভাই নামেও চিনেন তাকে। সাম্প্রতিক ব্যস্ততা ও অভিনয়ের খবরাখবর নিয়ে কথা বললেন জাগো নিউজের সঙ্গে। কথা বলেছেন রাকিব আল হাসান..জাগো নিউজ : কেমন আছেন?জিয়াউল হাসান কিসলু : আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি এখন পর্যন্ত।জাগো নিউজ : ঈদ কেমন কাটালেন?জিয়াউল হাসান কিসলু : হ্যাঁ, বলা যায় বেশ ভালো ঈদ কাটালাম এবার। কর্মজীবনে আসার পর এই প্রথম মায়ের সঙ্গে ঈদ কাটালাম। অন্যান্যবার খুবই অল্প সময় থাকা হতো, এবার প্রায় দুই তিনদিন ছিলাম মায়ের কাছে, এটাই ঈদের সবচেয়ে সুখকর স্মৃতি।জাগো নিউজ : সম্প্রতি বিকাশের বিজ্ঞাপনটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?জিয়াউল হাসান কিসলু : বিজ্ঞাপনটি বেশ মজার ছিল। আর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকে তো মজার ছলে আমার নাম দিয়ে দিয়েছে বিকাশ ভাই। আবার কেউ কেউ রসিকতা করে বলছে কিছু টাকা বিকাশ দিও তো!জাগো নিউজ : মঞ্চ নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে?জিয়াউল হাসান কিসলু : সেই ছাত্রজীবনে মঞ্চের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। প্রথমদিকে বন্ধুদের নিয়ে ১৯৭৩ সালে থিয়েটার-৭৩ নামে একটি নাট্য সংগঠন গড়ে তুলি। সেই থেকে পথচলা, একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করলেও ইদানিং আর নিয়মিত করা হচ্ছে না। বর্তমানে নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করছি,  বিশেষ দিবসে অভিনয়ও করা হচ্ছে। জাগো নিউজ : চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ আছে কিনা?জিয়াউল হাসান কিসলু : আসলে প্রতিটা অভিনেতারই চলচ্চিত্রে কাজ করার একটা স্বপ্ন থাকে। গতানুগতিক বাণিজ্যিক চলচ্চিত্রে কাজের আগ্রহ নেই। তবে সম্প্রতি তৌকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা চলচ্চিত্রে কাজ করেছি। এমন ভিন্ন ধারার ছবিতে কাজ করতে সবসময় আগ্রহী। জাগো নিউজ : শিক্ষকতা ও অভিনয় একসঙ্গে কেমন উপভোগ করছেন?জিয়াউল হাসান কিসলু : আসলে দুটোর মাঝে খুব একটা পার্থক্য নেই। দুটোই উপভোগ করি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সে থেকেই চেষ্টা করেছি দেশ মাতৃকার জন্যে কিছু একটা করার। ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে উদ্বুদ্ধ করি। আর অভিনয় দিয়েও চেষ্টা করি সমাজের কুসংস্কার দূর করতে। জাগো নিউজ : আপনার অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি (dhakaplosalypse) নিয়ে কিছু বলুন?জিয়াউল হাসান কিসলু : আমার করা এটাই ছিল প্রথম কোনো স্বল্পদৈর্ঘ্য ছবি। ঢাকার বিবর্তন নিয়ে মূলত ছবিটি তৈরি করা। নুহাশ হুমায়ুনের স্ক্রিপ্টে এবং ফুয়াদ নাসেরের পরিচালনায় ছবিটিতে শর্মিলি আহমেদ, রবিউল ইসলাম পলাশসহ আরো অনেকেই কাজ করেছেন। আশা করি দর্শক ছবিটি দেখে আনন্দ পাবেন। জাগো নিউজ : জাগো নিউজকে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউল হাসান কিসলু : জাগো নিউজকেও ধন্যবাদ এবং শুভকামনা রইলো জাগো নিউজের জন্য।আরএএইচ/আরএস/আরআইপি

Advertisement