জাতীয়

চাকুরি দেয়ার নামে দুই কোটি টাকার প্রতারণা

রাজধানীতে নাম সর্বস্ব কোম্পানি এবং চটকদার বিজ্ঞাপন দিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্র মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা থানাধীন ৭৫/২ প্রগতি সরণি, রীজডেল টাওয়ারের ৬ষ্ঠ তলায় অভিযান চালায়। অভিযানে ভবনটির কনফিডেন্স ইলেক্ট্রা হোম এ্যাপলায়েন্স লিমিটেড এর অফিস হতে প্রতারকচক্রের ৬ সদস্য আটক হওয়ার পর এমন তথ্য জানা গেছে। আটককৃতরা হলেন- নাজমুল হাসান হিমেল (৩৫), মাসুদুর রহমান সুমন (৩৩), হাবিবুর রহমান দাউদ (৫৪), আকবর শেখ (৩৮), মো. আমীর হোসেন (৩০) ও মো. শাজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর ১টায় র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র নাম সর্বস্ব কোম্পানি ও সুসজ্জিত অফিস খুলে টিভি চ্যানেল ও পত্র-পত্রিকায় প্রচার এবং প্রকাশের মাধ্যমে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে আসছিল। র‍্যাব-১ সিও জানান, প্রতারক নাজমুল হাসানকে হিমেল এমএন হাসান নাম ব্যবহার করে কোম্পানির এমডি পরিচয়ে বনানী থানাধীন কামাল আতার্তুক এভিনিউস্থ ডেলটা ডালিয়া টাওয়ারের ৯ম তলায় রেক্সটন ইলেক্ট্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি খুলে। গত ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় কোম্পানিটির বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জনৈক আশরাফ-উল-হকসহ একাধিক ব্যক্তি আবেদন করেন। সাক্ষাৎকারের সময় কোম্পানির ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়ে তার কাছ থেকে জামানত হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা ও কোম্পানির শেয়ার হোল্ডার এবং গাড়ি ক্রয় বাবদ ২৩ লাখ টাকা নেন। ঠিক এভাবেই দেবেন্দ্র কুমার সাহার নিকট হতে ৪৪ লাখ টাকা, আবুল খায়ের চৌধুরীর নিকট হতে ৫ লাখ, হারাধন চন্দ্র ৬০ হাজার, আবুল হোসেন এর নিকট হতে ৪০ হাজার, নাজির আহম্মেদ এর নিকট হতে ২০ হাজার, মজিবুল হক এর নিকট হতে ৭০ হাজার ও রেজাউল করিমের নিকট হতে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় হিমেল। ফেব্রুয়ারি পর্যন্ত চাকুরির দেয়ার কথা বলে নেয়া ৭০-৮০ লক্ষ টাকা নিয়ে নাজমুল হাসান হিমেল ও তার সহযোগীরা মার্চে উধাও হয়ে যায়। নাজমুল হাসান হিমেল পুনরায় সায়মন সরকার নাম ব্যবহার করে কোম্পানির চিফ পরিচয়ে প্রতারণা শুরু করে। বাড্ডা থানাধীন ৭৫/২ রীজডেল টাওয়ারের ৬ষ্ঠ তলায় কনফিডেন্স ইলেক্ট্রাহোম এ্যাপলায়েন্স লিমিটেড নামে একটি সুসজ্জিত অফিস খুলে পুনরায় গত ১৮ জুন বিভিন্ন পত্রিকায় কোম্পানির লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১ চক্রের ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ভুয়া ভিজিটিং কার্ড, দলিলপত্র, ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন এজেন্সির জন্য প্রদর্শিত ইলেকট্রনিক সামগ্রী এবং তাদের ব্যবহৃত প্রেস লেখা ০২টি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।জেইউ/এসএইচএ/এমআরআই

Advertisement