ক্যাম্পাস

ইন্টার্ন ভাতা বৃদ্ধি পাওয়ায় শেকৃবিতে আনন্দ মিছিল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইন্টার্ন ভাতা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। ১৫মে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সামনে থেকে এ মিছিল শুরু হয়।

Advertisement

উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্যাথলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. সাজেদা সুলতানা, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. রুপালী আক্তারসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গত ২৪ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বলা হয় দেশে চলমান ডিভিএম, এ এইচ এবং বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এ এইচ কোর্সের মাসিক ইন্টার্নশিপ ভাতা ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এই ভাতা ইন্টার্নশিপ চলাকালীন সর্বোচ্চ ৬ মাস প্রদান করা হবে এবং তা কার্যকর হবে ২০১৮ -২০১৯ (১লা জুলাই) অর্থবছর থেকে।

Advertisement

এমআরএম/আরআইপি