টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন এ ছুটি শুরু হচ্ছে আগামী বুধবার থেকেই। ছুটি থাকবে ২৩ জুন পর্যন্ত।
Advertisement
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার থেকে ২১ জুন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আর ২২ ও ২৩ তারিখ শুক্র-শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকবে এবং ঈদের সরকারি ছুটি অনুযায়ী পরবর্তীতে আবার অফিস বন্ধ থাকবে।
অন্য দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল বন্ধ রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
Advertisement
হল বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রুবাইয়াত ইয়াসমিন জানিয়েছেন, রমজান ও গ্রীষ্মের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হবে না। তবে ঈদের ছুটিতে কিছুদিন হল বন্ধ রাখা হতে পারে। তবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/আরআইপি