খেলাধুলা

দুই বছরের মধ্যেই নারীদের আইপিএল

সারা বিশ্বে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের জনপ্রিয়তা আকাশচুম্বী। পুরুষদের ক্রিকেটের এই জনপ্রিয়তার পর এবার দুই বছরের মধ্যেই নারী ক্রিকেটের জন্যও আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

Advertisement

গতবছর ইংল্যান্ডে নারী বিশ্বকাপের সবশেষ আসরে ভারতীয় নারী ক্রিকেট দল রানারআপ হয়। এরপর থেকেই জোরদার হতে শুরু করে নারীদের আইপিএল আয়োজনের দাবি। সেই দাবি আমলে নিয়ে শীঘ্রই নারী আইপিএল শুরু করার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের(সিওএ) প্রধান ভিনোদ রায়।

তবে এসময় নারী আইপিএলের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সিওএ প্রধান। স্থানীয় সংবাদ মাধ্যমে ভিনোদ বলেন, ‘আমরা খুব শীঘ্রই নারীদের আইপিএল আয়োজন করতে যাচ্ছি। আগামী ২-৩ বছরের মধ্যেই আইপিএল খেলবেন নারী ক্রিকেটাররাও।’

এদিকে নারী ক্রিকেটারদের নিয়ে আইপিএলের আদলে হতে যাওয়া প্রীতি ম্যাচের দিনক্ষণ জানিয়েছেন ভিনোদ। বিসিসিআই একাদশ এবং আইপিএল একাদশ নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন ১০জন বিদেশী এবং ২০ জন ভারতীয় ক্রিকেটার। সিওএ প্রধান বলেন, ‘নারীদের প্রীতি ম্যাচটি হবে আইপিএল প্লে’অফের প্রথম দিন(২২মে)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম প্লে’অফ ম্যাচের আগে আইপিএল একাদশ এবং বিসিসিআই একাদশ নামে খেলবে দুই দল।’

Advertisement

এসএএস/পিআর