প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে আউটারে চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনের একটি বগির ছয়টি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এর আগে দুপর ১টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে ওই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে প্রায় দুই ঘন্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিটি অন্যত্র সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিকেল সোয়া ৫টায় একই জায়গায় আবারো লাইনচ্যুত হয় মালবাহী ট্রেনটি।# কসবায় আবারো লাইনচ্যুত সেই মালবাহী ট্রেনআজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই
Advertisement