দেশজুড়ে

পুলিশ দেখে পালাতে গিয়ে উল্টে গেলো প্রাইভেটকার

রাজশাহীতে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ২৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিমানবন্দর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

Advertisement

এসময় প্রাইভেটকারের তিন আরোহীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নগরীর নতুন ফুদকিপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাসিবুল হক (৩৫), গোপালগঞ্জের মাঝিপাড়া পুলিশ লাইন এলাকার কালাম উদ্দীনের ছেলে রহমত আলী (২২) ও পিরোজপুরের মৃত আলাউদ্দীনের ছেলে হৃদয় মিয়া (২১)।

নগরীর বিমানবন্দর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক শামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হয়।

ওসি রাজিবুল আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ চেকপোস্ট দেখে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে ওই প্রাইভেটকারটি। পরে তাতে তল্লাশি চালিয়ে ২৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ওই তিন আরোহীকে। এ সময় জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেন ওই তিনজন।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস