খেলাধুলা

হামেশ-ফ্যালকাওদের নিয়ে কলম্বিয়ার শক্তিশালী দল

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে লড়াই করার জন্য ৩৫ সদস্যের শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। কোচ হোসে পেকারম্যান গত (২০১৪) বিশ্বকাপে খেলা ১১ অভিজ্ঞ ফুটবলারকে রেখেছেন রাশিয়াগামী বিশ্বকাপের দলে।

Advertisement

কলম্বিয়ান তারকা ফুটবলার হামেশ রদ্রিগেজ, রাদামেল ফ্যালকাও, ডেভিড ওসপিনা, কার্লোস সানচেজ, অ্যাবেল অ্যাগুইলার এবং ক্রিশ্চিয়ান জাপাতা রয়েছেন এবারের কলম্বিয়ান স্কোয়াডেও। ২০১৪ বিশ্বকাপ ইনজুরির কারণে খেলতে পারেননি রাদামেল ফ্যালকাও। এবার তিনি রয়েছেন দলে।

এইচ গ্রুপে কলম্বিয়া খেলবে জাপান, পোল্যান্ড এবং সেনেগালের সঙ্গে। ১৯ জুন জাপানের বিপক্ষেই প্রথম মাঠে নামবে লাতিন আমেরিকান দলটি।

৩৫ সদস্যের কলম্বিয়ার প্রাথমিক দল

Advertisement

গোলরক্ষক : ডেভিড ওসপিনা, ক্যামিলো ভার্গাস, ইভান আর্বোলেদা, হোসে ফার্নান্দো কুয়াদ্রাদো।

ডিফেন্ডার : সান্তিয়াগো অ্যারিয়াস, ফ্রাঙ্ক ফ্যাব্রা, ডেভিসন সানচেজ, ক্রিশ্চিয়ান জাপাতা, ইয়েরি মিনা, ইয়োহান মোজিকা,বার্নান্দো এস্পিনোসা, অস্কার মুরিলো, ফরিদ দিয়াজ, স্টিফান মেদিনা, উইলিয়াম তেসিলো।

মিডফিল্ডার : অ্যাবেল অ্যাগুইলার, উইলমার ব্যারিওস, হামেশ রদ্রিগেজ, কার্লোস সানচেজ, জেফারসন লার্মা, জিওভানি মোরেনো, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, এডউইন ক্যার্দোনা, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, গুস্তাভো কুয়েলার, সেবাস্তিয়ান পেরেজ, মাতেউস উরিব।

ফরোয়ার্ড : রাদামেল ফ্যালকাও, কার্লোস বাক্কা, দুভান জাপাতা, মিগুয়েল বোরজা, হোসে ইজকুয়ের্দো, লুইস মুরিয়েল, তিওফিলো গুতিয়েরেজ, ইয়াম্মি চারা।

Advertisement

আইএইচএস/আরআইপি