কিডনির সমস্যার কারণে অপারেশন হয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। হোয়াইট হাউস জানিয়েছে, প্রাথমিকভাবে কিডনি সমস্যায় ভুগছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
Advertisement
ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে মেলানিয়ার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়।
ফার্স্ট লেডির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ত্রপচার সফল হয়েছে। এখন আর কোনো ধরনের জটিলতা নেই। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এ সপ্তাহের পুরোটাই ৪৮ বছর বয়সী ফার্স্ট লেডিকে মেরিল্যান্ডের বেথেসডার মেডিকেল সেন্টারে থাকতে হবে।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দেখতে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারের দিকে যাচ্ছি। তার অস্ত্রপচার সফল হয়েছে। তিনি এখন ভালো আছেন। সব শুভাকাঙ্ক্ষিকে অসংখ্য ধন্যবাদ।
Advertisement
টিটিএন/জেআইএম