চুরির অপবাদ দিয়ে শরীয়তপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর গ্রামের খোকন মোল্যা ও তার ১০ বছরের ছেলে শামীমকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর চন্দ্রপুর এলাকা থেকে চন্দ্রপুর সন্তোষপুর ফাঁড়ির পুলিশ তাদের আটক করে।
Advertisement
আটকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে করম আলী বেপারী (৫০), সাহেব আলী বেপারী (৪৮) ও শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হালিম বেপারীর ছেলে সুমন বেপারী (২৮)।
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, শিকল বেঁধে নির্যাতনের ঘটনায় খোকন মোল্যার স্ত্রী ফাহিমা বেগম বাদী হয়ে পাচঁজনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেছেন। মামলার আসামি তিনজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের হালিম বেপারীর বাড়িতে গত ৮ মে রাতে চুরি হয়। ৯ মে সকালে খোকন মোল্যার ছেলে শামীমকে (১০) চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে হালিম মোল্যার বাড়ির কাঁঠাল গাছে বেঁধে বেদম মারপিট করা হয়। তার কিছুক্ষণ পর ওই বাড়ির সামনে দিয়ে শামীমের বাবা খোকন মোল্যা ভ্যান চালিয়ে যাওয়ার সময় তাকেও ধরে নিয়ে শিকলে বেঁধে বেদম মারপিট করে ওই গ্রামের হালিম বেপারী, রাহিলা বেগম, রহম আলী বেপারী, করম আলি বেপারী ও সাহেব আলী বেপারী।
Advertisement
ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নির্মম নির্যাতন। খবর পেয়ে সন্ধ্যায় সন্তোষপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে শিশু শামীম ও তার বাবা খোকনকে উদ্ধার করে।
মো. ছগির হোসেন/এফএ/জেআইএম