খেলাধুলা

ভুল সিদ্ধান্ত নিয়ে আউট হয়েছি : মমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ২৪৬। প্রথম দুই সেশন ভালো খেললেও তৃতীয় সেশনে ৯২ রান তুলতে হারিয়েছে মূল্যবান পাঁচটি উইকেট। দলের অধিকাংশ ব্যাটসম্যান নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। একই পথে হেঁটেছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মমিনুল হক।শট করার জন্য ভুল বল বাছাই করে আউট হয়েছেন মমিনুল। তিনি বলেন, ‘ওই সময় আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ওই বলটাতে।’ তবে খুব শিগগিরই এ ধরনের ভুল থেকে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, ‘আমার সিদ্ধান্তটা ভুল ছিল। আজকের দিনে আমার সব সিদ্ধান্তই ভাল ছিল। এই সিদ্ধান্ত শুধু খারাপ নিয়েছিলাম। আগের ম্যাচেও সিদ্ধান্তটা খারাপ ছিল। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারব।’তবে ভুল সিদ্ধান্তের জন্য নিজের মনঃসংযোগের অভাবকে মানছেননা মমিনুল। বরাবরই কাট শট খেলতে পছন্দ করেন তিনি। আজকেও একই ধরনের শট করতে গিয়ে আউট হয়েছেন। মাঝে মাঝে নিজের সেরা শটে আউট হয়ে যায় অনেক ব্যাটসম্যান এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না মনোযোগ সরে যাওয়ার কোনো কারণ আছে।  আগের টেস্টগুলিতেও আমার স্কোরিং শটস ছিল কাট। আমি বেশির ভাগ রান কাট শটেই করি। মাঝে মধ্যে নিজের সেরা শটটাও কাজে লাগে না। এমন হয়ই। যেদিন হয়ও না সেদিন হাফ সুযোগগুলোও হয় না। এই ব্যাপারে আমার আরো সচেতন হওয়া দরকার।’আরটি/এসএইচএস/আরআইপি

Advertisement