দেশজুড়ে

কিডনির পাথর অপারেশনে পিসিএনএল পদ্ধতির সংযোজন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে এই প্রথম সংযোজিত হলো কিডনির পাথর অপারেশনের অন্যতম আধুনিক চিকিৎসা পদ্ধতি পিসিএনএল। এ উপলক্ষে হাসপাতালের ইউরোলজি বিভাগের উদ্যোগে পিসিএনএল এর ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, ওসমানী হাসপাতালের ইউরোলজি বিভাগের জনবল, শয্যা সংখ্যা ও অপারেশন সুযোগ বৃদ্ধি করা হলে বৃহত্তর সিলেটে ইউরোলজি রোগীদের আরো উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। এই সকল সুযোগ-সুবিধা প্রদানের ফলে সেবার মান এবং পরিসর উভয়ই বৃদ্ধি পাবে। বিশেষ করে পিসিএনএল অপারেশন চালু হওয়ায় কিডনি রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি পেলো।  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রমোদ রঞ্জন সিংহের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন। কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম লিয়নের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নন্দ কিশোর সিনহা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুছ ছালাম প্রমুখ। ছামির মাহমুদ/এসএস/আরআইপি

Advertisement