খেলাধুলা

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার শক্তিশালী দল

এমনিতেই ১৯৯৮ বিশ্বকাপের পর এবারের ক্রোয়েশিয়াকে সবাই অন্যতম শক্তিশালী দল বলে গণ্য করছে। ডেভর সুকারের পর এই প্রথম একটা প্রজন্ম এক সঙ্গে পেয়ে গেল ক্রোয়াটরা। আর বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে গিয়ে কোচ জ্লাতকো দালিচও কাউকে বাদ দেননি। উল্লেখযোগ্য সব ফুটবলারকেই রেখেছেন ৩২ সদস্যের প্রাথমিক দলে।

Advertisement

রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, বার্সেলোনার রাকিটিচ, লিভারপুলের ডেজান লোভরেন, জুভেন্তাসের মারিও মানজুকিচদের নিয়েই দল গঠন করেছেন ক্রোয়েশিয়ার কোচ।

বিশ্বকাপে ৩২ সদস্যের ক্রোশিয়ার প্রাথমিক দলগোলরক্ষক : দানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, ডমিনিক লিভাকভিচ, কারলো লেতিকা

ডিফেন্ডার : ভেদরান চারলুকা, ডমাগজ ভিদা, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, সিমে ভ্রাসালক, ইয়সিপ পিভারিচ, তিন ইয়েদভাজ, মাতে মিতরভিচ, বর্না বারিসিচ, জোরান নিজিক, দুয়ে সালেতা সার, বোর্না সসা।

Advertisement

মিডফিল্ডার : লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেলজ, মারসেলো ব্রজোভ ইচ, মার্কো রগ, মারিও পাসালিচ, ফিলিপ ব্রাদারিচ।

ফরোয়ার্ড : মারিও মানজুকিচ, ইভান পেরেসিচ, নিকো কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মারকো জাকা, আনতে রেবিক, দুয়ে হোপ, ইভান সানতিনি।

আইএইচএস/বিএ

Advertisement