ইন্দোরে টস জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবকে। আবার এই ম্যাচ যদি পাঞ্জাব জিতে যায়, তাহলে সমস্যায় পড়তে হতো মুম্বাই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে ব্যাঙ্গালুরু জিতলে তাদের সম্ভাবনা টিকে থাকবে।
Advertisement
এমন সমীকরণের ম্যাচে কি না ব্যাট করতে নেমে দারুণ বিপদে পড়েছে পাঞ্জাব। ব্যাঙ্গালুরুর বোলারদের সাঁড়াশি আক্রমণে ১৫.১ ওভারেই মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে যায় পাঞ্জাব। সর্বোচ্চ ২৬ রান করেন অ্যারোন ফিঞ্চ।
২১ রান করেন লোকেশ রাহুল এবং ১৮ রান করেন ক্রিস গেইল। এছাড়া বাকিদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। ব্যাঙ্গালুরুর উমেষ যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন।
১ উইকেট করে নেন মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মঈন আলি। পাঞ্জাবের তিন ব্যাটসম্যান হন রানআউট।
Advertisement
আইএইচএস/বিএ