২০২১ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক লোক বসবাসকারী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভারত। আর এক্ষেত্রে চীনকেও ছাড়িয়ে যাবে দেশটি। বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমানে জনসংখ্যা প্রায় ১৩১ কোটি আর চীনের জনসংখ্যা আনুমানিক ১৩৮ কোটি। ২০২২ সালের পরও ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে এবং ২০৩০ সালের মধ্যে তা দেড় শ` কোটি এবং ২০৫০ সালের মধ্যে তা ১৭০ কোটিতে গিয়ে পৌঁছাবে। অপরদিকে ২০৩০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা প্রায় একই থাকবে আর তারপর থেকে কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।আগামী দশকগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি প্রধানত বিশ্বের ৯টি দেশ- ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও উগান্ডাকে কেন্দ্র করেই হবে। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা সাতশ ৩৪কোটি ৯০লাখ। ২০৫০ সাল নাগাদ তা বৃদ্ধি পেয়ে ৯শ ৭২কোটি ৫০লাখে পৌঁছাবে।এসআইএস/এমআরআই
Advertisement