খেলাধুলা

৪০০ দিন পর হারের মুখ দেখল বার্সা

 

২০১৭ সালের ৮ এপ্রিল থেকে শুরু। তারপর কেটে গেছে ৪০০ দিন। অবশেষে টানা অপরাজিত থাকার রেকর্ড গিয়ে থামলো লেভান্তের এস্তাদিও ক্লুদাদ দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে। স্প্যানিশ রেকর্ড গড়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর লিগের ১৬তম দল লেভান্তের কাছে হার বরণ করে অপরাজিত থাকার মিশনের ইতি টানতে হলো বার্সেলোনাকে। মালাগার বিপক্ষে ১-০ গোলে হার দিয়ে শুরু। এরপর লিগে ৪৪টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। যেখানে ৪৩টি ম্যাচে কোনো দলই হারাতে পারেনি বার্সাকে। ৪৪তম ম্যাচে এসে লেভান্তের কাছে পরাজয়ের স্বাদ বরণ করে তারা। ৪৪টি ম্যাচের একটি হারের বিপরীতে ৩৪টিতে ও বার্সা ড্র করেছে ৯টি ম্যাচে।

Advertisement

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ ৫৮টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে এসি মিলানের দখলে। ৭ম স্থানে থাকা জুভেন্টাসের গড়া ২০১১-১২ মৌসুম এ ৪৯ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্বের পরেই বার্সেলোনার অবস্থান। তবে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বার্সেলোনারই।

বার্সার সামনে সুযোগ ছিল তৃতীয় দল হিসেবে স্পেনের শীর্ষ লিগে অপরাজিত থাকার রেকর্ড গড়ার কিন্তু লেভান্তের বিপক্ষে ম্যাচে মেসিকে ছাড়াই মুখ থুবড়ে পড়ে ভালভার্দের দল। লেভান্তের কাছে ৫-৪ গোলে হেরে বুঝিয়ে দিল মেসি ছাড়া দলটি কতটা অগোছালো। ১৫ বছর পর লা লিগায় কোনো দল বার্সেলোনাকে ৫ গোল দেয়ার সাহস দেখাল। তাও লিগের ১৬তম দল। বার্সেলোনার এমন পারফরম্যান্সে যারপরানই হতাশ কোচ ভালভার্দে। আরআর/এএইচ/এমআরএম

Advertisement