বাংলাদেশে কৃষি খাতের ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পরীক্ষামূলক শস্যবীমা কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ করতে চায় সংস্থাটি।
Advertisement
রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে কৃষির ঝুঁকি মোকাবেলায় আর্থিক সুরক্ষা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে রোববার এমন আগ্রহ প্রকাশ করেছেন এডিবির কর্মকর্তারা।
দুইদিনের এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন এডিবি ঢাকা আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (প্রকল্প, কর্মসূচি, ক্ষুদ্রঋণ ও আইসিটি) অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী ও আইডিআরএর সদস্য গোকুল চাঁদ দাস। ভারত স্পেন ও তুরস্কের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
এডিবির চলমান আবহাওয়া সূচকভিত্তিক শস্যবীমা কারিগড়ি প্রকল্পের সহায়তায় ও দারিদ্র্য বিমোচনে জাপান তহবিলের (জেএফপিআর) অর্থায়নে সেমিনারটির আয়োজন করা হয়।
Advertisement
শফিকুর রহমান পাটোয়ারী বলেন, পরীক্ষামূলক আবহাওয়াভিত্তিক শস্যবীমার সফলতায় এডিবি উৎসাহিত হয়েছে। এটি সারা দেশে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তাই সরকারে সঙ্গে এ বিষয়ে কাজ করতে চায় এডিবি।
সেমিনার সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় তিন জেলায় পরীক্ষামূলক শস্যবীমা চালু করা হয়েছে। খরাপ্রবণ রাজশাহী, বন্যাপ্রবণ সিরাজগঞ্জ ও ঘূর্ণিঝড়প্রবণ নোয়াখালী জেলায় এটির কাজ চলছে।
এমএ/জেডএ/পিআর
Advertisement