দেশজুড়ে

মিতু হত্যাকাণ্ড : জামিন পেলেন ভোলা

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় অস্ত্র সরবরাহকারী হিসেবে গ্রেফতার এহতেশামুল হক ওরফে ভোলা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

Advertisement

রোববার এ সংক্রান্ত আদেশ চট্টগ্রাম আদালতে পৌঁছেছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি জানান, মিতু হত্যা মামলায় ভোলার জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মে বিচারপতি শওকত হোসেন ও নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তার জামিনের কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে না পৌঁছায় মুক্তি পাননি ভোলা- বলে জানান উপকমিশনার।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। হত্যাকাণ্ডের পর তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

জেএইচ/পিআর