রাজনীতি

রিজভীকে কাশিমপুর কারাফটকে জিজ্ঞাসাবাদ

নাশকতার দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ফটকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।কাশিমপুর কারাগারের জেলার মো. নাসির আহমেদ জানান, রুহুল কবির রিজভীকে মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় ওই থানার দুই তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন দুপুর ১২টা থেকে ১টা ১০মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন।প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এবং ১৯ জানুয়ারির ঘটনায় মামলা করেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর। গত মঙ্গলবার নাশকতার ওই দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।                        আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই

Advertisement