রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোজাম্মেল হোসেন ও নুরূল হক। এ ঘটনায় আহত হয়েছেন বগাচতর ইউনিযনের চৌকিদার জসিম উদ্দিন।বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী জানান, বুধবার গভীর রাতে বন্যহাতির পাল মোজাম্মেল হোসেন এর বাসার সামনে অবস্থান নেয়। রাতে হাতির উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের দরজা খুলে হাতি দেখে দৌড় দেন। এ সময় হাতির দল তাকে তাড়া করে পায়ে পিষ্ট করে। মোজাম্মেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হাতির পাল শুর দিয়ে আছড়িয়ে নুরুল হক নামে আরো একজনকে মেরে ফেলে। আর ঘটনাস্থলে চৌকিদার জসিম উদ্দিন নামে আরো একজন আহত হন। পরে বন্যহাতির পাল ঐ এলাকায় তাণ্ডব চালিয়ে তিনটি বসত ঘর ধ্বংস করে দেয়। হাতির আক্রমণে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে নিহত দুইজনের লাশ বগাচতর ইউনিযন পরিষদের অর্থ সহায়তায় স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।এসএইচএস/আরআইপি
Advertisement