নার্সিংসেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, এনএইএচএন ও বিআইএইচএস-এ কর্মরত নার্সদের মধ্য থেকে নির্বাচিত ১২ নার্সকে ‘মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড’ ২০১৮ প্রদান করা হয়েছে।
Advertisement
রোববার এ উপলক্ষে বেলা ১১টায় বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত নার্সরা হলেন- বারডেম জেনারেল হাসপাতালের দীপালী লিওনী রোজারিও, ডরুথী কোড়াইয়া, আশরাফী খানম, মলি কুবি, লতিফা হেলেন, সাঈদা বেগম (রীতা), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ফারজানা আক্তার, উম্মে সালমা, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক (এনএইচএন)-এর নাহার সুলতানা, সুমিত্রা রানী মিস্ত্রী, বিআইএইচএস জেনারেল হাসপাতালের সেলিনা আকতার ও মনোরমা বিশ্বাস। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলাহ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, মহাসচিব জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন, অ্যাওয়ার্ড-এর প্রবর্তক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য জনাব মাহবুব-উজ-জামান ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার।
পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি সনদপত্র এবং নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়। উলেখ্য, গতকাল ১২ মে ছিল নার্সিং সেবার পথিকৃত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ১৯৮তম জন্মবার্ষিকী।
Advertisement
এমইউ/জেএইচ/আরআইপি