অর্থনীতি

বৈশ্বিক ব্যাংকিংয়ে ৩ ঝুঁকি চিহ্নিত

২০১৫ সালে বৈশ্বিক ব্যাংকিং পরিসরে তিনটি ঝুঁকিকে চিহ্নিত করেছে স্টান্ডার্ট অ্যান্ড পুওর’স (এসঅ্যান্ডপি)। সংস্থাটি সরকারের সমর্থন হ্রাস, দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং নতুন বিধিবিধান এই তিনটি ঝুঁকিকে চিহ্নিত করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রেটিং সংস্থাটির ‘দি-২০১৫ গ্লোবাল ক্রেডিট আউটলুক ফর ব্যাংকস: মিড-ইয়ার আপডেট শীর্ষক প্রতিবেদনে বলা হয়,অর্থনৈতিক পরিস্থিতি, ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার আশংঙ্কা এবং ঝুলে থাকা রেগুলেটরি সংস্কার বিশ্বের বহু দেশের ব্যাংকিং কার্যক্রমে প্রভাব অব্যাহত রাখবে।সংস্থাটি আরো বলে, অর্থনৈতিক পরিস্থিতি ব্যাংকগুলোর ওপর সীমিত প্রভাব ফেলতে পারে যদিও আমরা বিশ্বাস করি বেশিরভাগ ক্ষেত্রে প্রবৃদ্ধি শুষে নিয়ে মোটামুটি ভালো অবস্থানে থাকবে তবে তা আমাদের প্রত্যাশার চেয়ে কম। চায়নিজ প্রোপাটি মার্কেটে ধসের মতো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে তা অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে।এসকেডি/এমআরআই

Advertisement