খেলাধুলা

অভিষিক্ত আইসল্যান্ডের প্রাথমিক স্কোয়াড

রাশিয়া বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করবে ইউরোপের ছোট্ট দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এই প্রথম বিশ্বকাপে নাম লিখেছে তারা। রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডছাড়াও অভিষেক হবে মধ্য আমেরিকান দেশ পানামার।

Advertisement

অভিষিক্ত আইসল্যান্ডের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দলটির কোচ হেইমির হ্যালগ্রিমসন। ২০১৬ ইউরোয় দারুণ চমক দেখিয়েছিল আইসল্যান্ড। খেলেছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বে পর্তুগালকে ১-১ গোলে ঠেকিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই দলের অনেককেই বিশ্বকাপের দলে রেখেছেন কোচ।

তবে দলের সেরা খেলোয়াড়দের মধ্যে হাঁটুর ইনজুরিতে থাকা ফরাসি লিগ নান্তেসে খেলা কোলবিন সিগথর্সনে এই স্কোয়াডে রাখতে পারেননি কোচ। এছাড়া মোটামুটি শক্তিশালী দলই গঠন করেছেন হেইমির।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড গোলরক্ষক : হ্যানেস থর হ্যালডরসন (রেন্ডার্স, ডেনমার্ক), রুনার অ্যালেক্স রুনারসন (নর্ডসজায়েল্যান্ড, ডেনমার্ক), ফ্রেডেরিক স্ক্রাম (রোজকিল্ডে, ডেনমার্ক)।

Advertisement

ডিফেন্ডার : ক্যারি আরনার্সন (অ্যাবার্ডিন, স্কটল্যান্ড), অ্যারি ফ্রেয়ার স্কুলাসন (লোকেরিন, বেলজিয়াম), বিরকির মার সায়েভারসন (ভ্যালুর), এসভেরির ইনগি ইগাসন (রোস্তভ, রাশিয়া), হোর্ডার ম্যাগনাসন (ব্রিস্টল সিটি, ইংল্যান্ড), হোলমার ওর্ন আইজলফসন (লেভস্কি সোফিয়া, বুলগেরিয়া), র্যাগনার সিগার্ডসন (রোস্তভ, রাশিয়া)।

মিডফিল্ডার : জোহান বার্গ গুডমান্ডসন (বার্নলে, ইংল্যান্ড), বিরকির জারনাসন (অ্যাস্টন ভিলা), অ্যারনর ইংভি ট্রস্টাসন (মালমো, সুইডেন), এমিল হ্যালফ্রেডসন (উদিনেস, ইতালি), জিলফি সিগার্ডসন (এভার্টন, ইংল্যান্ড), ওলাফুর ইঙ্গি স্কুলাসন (কারাবুক্সপর, তুরস্ক), রুরিক জিলাসন (সান্ধাউসেন, জার্মানি), স্যামুয়েল ফ্রিডজনসন (ভ্যালেরাঙা, নরওয়ে), অ্যারোন গানারসন (কার্ডিফ সিটি, ওয়েলস)।

ফরোয়ার্ড : আলফ্রেড ফিনবোগাসন (অগসবার্গ, জার্মানি), বোজর্ন বার্গম্যান সিগার্ডাসন (রোস্তভ, রাশিয়া), জন দ্যাদি বোদভার্সন (রিডিং, ইংল্যান্ড), আলবার্ট গুডমান্ডসন (পিএসভি, নেদারল্যান্ডস)।

আইএইচএস/পিআর

Advertisement