দেশজুড়ে

ঠাকুরগাঁও সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

Advertisement

বিজিবি জানায়, ওই উপজেলার তারানজুবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (৩৫), হরিনমারি নয়াবস্তি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৪) ও নয়াবাড়ি গ্রামের তফারুল ইসলামের ছেলে পবারুল হোসেন (২৬) পড়িয়া সীমান্তের ৩৮৫নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের ১৭১ সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটকের পর ধরে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন জানান, তারা ৩ জনই গরু ব্যাবসায়ী। যেহেতু তারা বাংলাদেশি নাগরিক তাদের ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

Advertisement