আন্তর্জাতিক

কাতালোনিয়ার গণভোট বাতিল

স্বাধীনতার দাবিতে আগামী ৯ নভেম্বর কাতালোনিয়ায় অনুষ্ঠিতব্য গণভোটের পরিকল্পনা বাতিল করে দিয়েছে স্পেনের সাংবিধানিক আদালত। স্পেন সরকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়। খবর বিবিসির।আদালত সোমবারের রায়ে বলেছে, ওই গণভোট দেশের সংবিধান লঙ্ঘন করবে কিনা, এ বিষয়ে প্রথমে শুনানি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। এর আগে গত শনিবার কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আর্তার মাস ৯ নভেম্বর গণভোটে এক ডিক্রি জারি করেন।এর পরপরই এ গণভোটকে স্পেনের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়। এ ছাড়া ‘স্পেনকে ভাঙ্গতে কাউকে অনুমতি দেওয়া হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।গণভোটের ব্যাপারে কেবিনেট সদস্যদের নিয়ে সোমবার এক জরুরি বৈঠক করেন রাজোয়। ওই বৈঠকের পর বিষয়টির নিষ্পত্তিতে দেশটির সাংবিধানিক আদালতের কাছে আবেদন করা হয়।

Advertisement