ফিচার

মাকে ভালোবাসুন সব সময়

আজ বিশ্ব মা দিবস। পৃথিবীতে যিনি আলোর মুখ দেখালেন; তাকে নির্দিষ্ট দিনে ভালোবাসা আনুষ্ঠানিকতা মাত্র। তাই মাকে সব সময় ভালোবাসুন। সব ধর্মেই মাকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার দৃষ্টিতে দেখার তাগিদ দেওয়া হয়েছে। মায়ের ঋণ কখনো শোধ করার ক্ষমতা সন্তানের নেই; তবুও কিছু কিছু কর্তব্য খুব বেশি কঠিন নয়।

Advertisement

আসুন জেনে নেই কর্তব্যগুলো-

১. মাকে কখনো কোনো কারণে কষ্ট দেবেন না।২. দূরে থাকলে অন্তত দিনে একবার খোঁজ (মুঠোফোন) নিন।৩. মা যেন একাকিত্ব বোধ না করেন, সেদিকে খেয়াল রাখুন।৪. সম্ভব হলে মাকে নিজের কাছে এনে রাখুন।৫. মায়ের কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবেন না।৬. শত অভাবে বা ব্যস্ততায় মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না।৭. মুখ ফুটে না বললেও মায়ের প্রয়োজনকে গুরুত্ব দিন।৮. প্রয়োজনে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান। ৯. মায়ের আদেশ-নির্দেশের প্রতি সম্মান দেখান।১০. যে কোনো বিপদ বা সঙ্কটে মায়ের শরণাপন্ন হন।১১. বিশেষ বিশেষ দিনে মাকে উপহার দিন।১২. মায়ের পছন্দের খাবারের প্রতি গুরুত্ব দিন।১৩. জরুরি প্রয়োজনে মায়ের সঙ্গে পরামর্শ করুন।১৪. মা পৃথিবীতে না থাকলে সুযোগ পেলে কবর জেয়ারত করুন।১৫. প্রতিমুহূর্ত মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।

এসইউ/এমএস

Advertisement