গণমাধ্যম

গুইমারায় সাংবাদিকদের নিয়ে দু’দিনব্যাপি কর্মশালা শুক্রবার থেকে

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। শনিবার কর্মশালার শেষ দিন।গুইমারা রিজিয়ন সদর দপ্তরের চিত্তবিনোদন কক্ষে সকাল ৯টার দিকে দু’দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করবেন ২৪ পদাতিক আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ পিএসসি।গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত মাটিরাঙ্গা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার ২৫ জন সাংবাদিক ছাড়াও ছয়টি কলেজে অধ্যয়নরত ৫০ জন ছাত্র-ছাত্রী শিক্ষানবীশ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন ইংরেজী দৈনিক দি ইনডিপিন্ডেন্ট‘র সিনিয়র স্টাফ রিপোর্টার মো. তারেক মোর্তুজা ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ’র সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ। স্থানীয় প্রশিক্ষক হিসেবে গাজি টিভির খাগড়াছড়ি প্রতিনিধি মো. জসিম উদ্দিন মজুমদার ও ডেইলি দি অবজারভার’র খাগড়াছড়ি প্রতিনিধি মো. দুলাল হোসেন।কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণীর্থীদের সনদ প্রদান ছাড়াও গুইমারা রিজিয়ন কমান্ডার ঘোষিত ‘সেরা সাংবাদিক সম্মাননা’ পুরস্কার প্রদান করা হবে।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৪ পদাতিক আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ পিএসসি। এমএএস/এমআরআই

Advertisement