খেলাধুলা

আবাহনী-ফরাশগঞ্জ যুবাদের ফাইনাল রোববার

কোয়ার্টার ফাইনাল থেকে মোহামেডানের বিদায়ের পরই নিশ্চিত হয় নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুবাদের টুর্নামেন্ট। সেই নতুন চ্যাম্পিয়ন কী প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব আবাহনী? নাকি প্রিমিয়ার লিগ থেকে এবার নেমে যাওয়াা ফরাশগঞ্জ? উত্তর মিলবে রোববার বিকেলে। বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

Advertisement

অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ধানমন্ডি আর পুরোনো ঢাকার ক্লাব। দুই দলের গ্রুপ পর্বের লড়াই ছিল আলোচিত। ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জ; কিন্তু পুরোনো ঢাকার ক্লাবটি বেশি বয়সের এক খেলোয়াড় খেলানোয় বাফুফে বিজয়ী ঘোষণা করে আবাহনীকেই।

ফাইনালের আগে শনিবার দুই দলের কোচ, অধিনায়ক ও কর্মকর্তাদের এক ছাদের নিচে বসিয়েছিল বাফুফে। মতিঝিলের বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন,‘ফুটবল গোলের খেলা। জিততে হলে সুযোগ কাজে লাগিয়ে গোল করতে হবে। আবাহনী সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

দলের অধিনায়ক রফিকুল ইসলাম খুব খুশি আবাহনীর মতো বড় ক্লাবকে ফাইনালে নিয়ে আসতে পারায়, ‘আমি অনেক খুশি। এত বড় ক্লাবে খেলছি। আমরা ভালোভাবে খেলে জিততে চাই।’

Advertisement

ফরাশগঞ্জের কোচ আবু ফয়সাল আহমেদ আশাবাদী শেষটা ভালো করতে পারবেন বলে, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ জিতেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হচ্ছে। আবাহনীকে হারিয়ে এখন চ্যাম্পিয়ন হতে চাই। সবাই আত্মবিশ্বাসী।’

অধিনায়ক নয়ন হোসেন বলেছেন,‘গ্রুপে আমরা আবাহনীর সঙ্গে জিতেছি। সেই তিন পয়েন্ট কাটা গেছে। এবার আবারো জেতার জন্য মাঠে নামবো। আবাহনীকে হারিয়ে শিরোপা জিততে চাই।’

আরআই/আইএইচএস/জেআইএম

Advertisement