মনে হচ্ছে, নেইমারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়ালে যোগ দেয়া এখন কেবল সময়ের ব্যাপার। গুঞ্জন এতটাই ডালপালা ছড়িয়েছে যে, কোচ জিনেদিন জিদানকেও রোনালদো-নেইমারের সম্ভাব্য জুটি নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। প্রশ্ন উঠছে, বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা কি একই দলে মানিয়ে নিতে পারবেন?
Advertisement
সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জিদান। সেখানেই তাকে নেইমারকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। নেইমার রিয়ালে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন, দুজনের মধ্যে স্বার্থের সংঘাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা-এমন অনেক প্রশ্ন।
জিদান অবশ্য মনে করছেন, বড় খেলোয়াড়দের মধ্যে মানিয়ে নেয়ার এই গুণটা এমনিতেই থাকে। নিজের খেলোয়াড়ি জীবনের একটি উদাহরণ টেনে রিয়াল কোচ বলেন, ‘ভালো মানুষদের মধ্যে রসায়নটা ভালোই হয়। ক্রিশ্চিয়ানোর সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না? ভালো খেলোয়াড়রা সবসময়ই মানিয়ে নিতে পারে। মানুষ বলেছিল, আমি ইয়োরকেফের (বিশ্বকাপ ও ইউরোজয়ী ফ্রেঞ্চ মিডফিল্ডার) সঙ্গে মানিয়ে নিতে পারব না। মাঠের বাইরের কথা জানি না, মাঠে আমাদের রসায়নটা কিন্তু দারুণ ছিল।’
জিদানের কথা শুনে মনে হতে পারে নেইমার রিয়ালে যোগ দিয়ে ফেলছেন, নিশ্চিতই হয়ে গেছেন তিনি। তবে এই প্রশ্নে আবার কৌশলী উত্তর ফরাসি কোচের। তিনি বলেন, ‘আমি জানি না, ক্লাব নেইমারের সঙ্গে কথা বলছে কি না। আমি তার জন্য এখনও কিছু বলিনি। আশা করছি, এই মৌসুমটা আমরা ভালোভাবেই শেষ করতে পারব। পরের বিষয়গুলো পরেই আলাপ হবে।’
Advertisement
এমএমআর/এমএস